১। দুটি রবি সিম নিন যেন দুটিই খোলা থাকে এবং দুটিতেই যেন ২৪ টাকার উপরে থাকে ।
২।এবার ১ম সিম থেকে 20 লিখে 1212********** (** আপনার ২য় রবিনাম্বরটি) নম্বরে মেসেজ দিন ।
৩। এবার আপনার ২য় সিমে ২টি মেসেজ আসবে। একটি টাকা রিসিভের আরেকটি ২০ টাকা ঢুকানোর জন্য ৫ এমবি ফ্রির মেসেজ ।
৪। এবার ঠিক একই ভাবে ২য় সিম হতে 20 লিখে 1212**(আপনার ১ম রবি নাম্বার টি) নম্বরে মেসেজ পাঠান ।এবারো ঠিক একই দুটি মেসেজ আসবে ।একটু লক্ষ্য করলে দেখবেন যেখানকার টাকা সেখানেই থাকল কিন্তু দুই সিমে ১০এমবি লাভ হল আপনার এভাবে আপনি আনলিমিটেড এমবি পাবেন নিশ্চিন্তে । প্রথমবার টাকা ট্রান্সফার রেজিষ্ট্রেশনের জন্য ২টাকা কাটবে কিন্তু এর পর শুধুই ফ্রি।
কি বুঝলেন ?
 
 
 
 
 
Không có nhận xét nào:
Đăng nhận xét