Thứ Hai, 31 tháng 12, 2012

Free Call To Anywhere Of the world


নতুন বছরের শুরুতে নতুন কিছু নিয়ে আসলাম আশা করি ভাল লাগবে
আমরা সবাই ফোনে কথা বলতে প্রতিদিন অনেক টাকা ব্যায় করি। তবে আপনি চাইলে ইন্টারনেটদিয়ে ফ্রি কথা বলতে পারেন।
এজন্য নিচের
ধাপগুলো অনুসরণ করুনঃ ১।Click hereএ যান PC অথবা মোবাইল দিয়ে।
২।Try us out with a free call এ ক্লিক করুন।
৩। সাইন আপ ফরম আসবে।
এখানে first name, last name,
country, phone number
(যেটা দিয়ে কথা বলবেন 0 বাদ
দিয়ে নাম্বারটা দিন),
email, password
তথ্যগুলো দিন এবং Agree to our
term এর বক্সে ক্লিক করে create
a free account এ ক্লিক করুন।
সাইন আপ শেষ।
৪। welcome to localphone
পেজ থেকে make a fee call
সিলেক্ট করুন।
৫।এবার যাকে কল দিতে চান তার নাম, দেশ
ও নাম্বার বসিয়ে choose how
to call এ ক্লিক করুন
৬।call from your phone
সিলেক্ট করুন। (পেজটা সেভ করুন) ৭।call
me now এ ক্লিক করলেই
আপনার মোবাইল এ কল
আসবে এবং রিসিভ করলে মোবাইল এ 1 প্রেস
করতে বলবে।
প্রেস করুন। লাইনটি এমনিতেই কেটে যাবে।
৮।এরপর পেজ টি(যেটা সেভ করেছেন) রিলোড
করলেই দেখবেন make your
free call now or continue
calling আছে ওখানে ক্লিক করলেই আপনার
মোবাইলে আবার কল আসবে। আপনার কাজ শেষ।
কাঙ্খিত নাম্বারে কল চলে যাবে। এবার
আরামে কথা বলুন।

Không có nhận xét nào:

Đăng nhận xét

Bài đăng phổ biến